Responsive Advertisement CoronaVirus Medicine

Ticker

6/recent/ticker-posts

CoronaVirus Medicine

CoronaVirus Medicine:

CoronaVirus:
                         করোনা ভাইরাস হল এমন এক ভাইরাস যা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। চিনের হুয়ান শহরে (27/12/19) প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। হুয়ান শহরে   অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়। এই করোনা ভাইরাস গোটা চিনে এবং ধীরে ধীরে  গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।
CoronaVirus-এর লক্ষণ:
                                          করোনা ভাইরাস আক্রান্ত হলে লক্ষণ গুলো দেখা যাবে তা হল- জ্ববর,  মাথাব্যথ, কাশি ।
চিকিৎসা ব্যবস্থা:
                         করোনা ভাইরাসের এখনো পর্যন্ত কোনো বিঞ্জানসম্মত কোনো ঔষধ বের হয়নি। এই করোনা ভাইরাস বিশ্ব জুড়ে মহামারির আকার ধারণ করেছে। এই মহামারি দমন করার জন্য বিজ্ঞঞান প্রয়াত প্রোচেষ্টা করে ও তার সফল হতে পারচ্ছেনা। তাই স্বয়ং বিধাতা (আল্লা) এই করোনা ভাইরাসের ঔষধ নিজে পাঠিয়ে দিয়েছে। সদ‍্য জন্ম নেওয়া  শিশুর মাধ্যমে। এই জন্ম নেওয়া শিশুটি আল্ললাতাআলার  পেরণ করা এক  ফেরেস্তা। এই  শিশুটি বলে যে " বিশ্ব জুড়ে যে মহামারী ছড়াচ্ছে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া এক মাত্র ঔষধ হল 7টি গোলমরিচ ও আদা। এই বাতাটি আল্লাহ তায়ালা আমার মাধ্যমে পেরণ করছে। আসালামু আলাইকুম"।
 এই বলার পর শিশুটি মারা যায়।


                     বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে আদা ও গোলমরিচের অনেক ভেষজ গুন   রয়েছেে যা আমাদের শরীরের অনেক উপকার করে। এছাড়াও ইহা জীবনু নাষক হিসেবে কাজ করে। 
                    তাই আদা আর গোলমরিচ সকল খাওয়া উচিত প্রতিদিন।

Post a Comment

0 Comments