Responsive Advertisement Prachesta Prapkalpo online apply

Ticker

6/recent/ticker-posts

Prachesta Prapkalpo online apply

PRACHESTA PRAPKALPO ONLINE APPLY:

গোটা ভারতবর্ষ জুড়ে এখন লকডাউন চলছে। এই লকডাউনে সকল মানুষ এখন ঘর বন্দি। ইনকামের কোনো রাস্তা নেই। মানুষের এখন খাদ্যাভাব চলে, খাদ্যাভাব কিছুটা দুর করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার মননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেছেন "প্রচেষ্টা প্রকল্প"। এই প্রকল্প অনুসারে-যারা শ্রমিক, দিনমজুর, যাদের পরিবারে একটা সমস্যা উপার্জন করে, যারা   সরকারি চাকরি, ভাতা,  পেনসন পাইনা তার   এই প্ররকল্পের সুবিধা পাবেন।

 প্রচেষ্টা প্রকল্প আপনাকে  online  এর মধ্যে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রচেষ্টা app install করতে হবে।
Prachesta app download Link:https://prachestawb.in

প্রয়োজনীয় Documents:
  প্রচেষ্টায় আবেদনের জন্য ---
1.মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আপনার মোবাইল নাম্বার OTP যাবে।
2.Bank account লাগবে যাতে আপনার কাছে টাকাটা পৌছাতে পারে।
3. আধার কাড অথবা ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল রেশন কাড (শেষ রেশন কাড নম্বর লাগবে)
4. ১কপি photo
       
     আপনার খুব সহজেই প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে পারে।
প্রচেষ্টা থেকে আপনার ₹1,000 টাকা আথিক সাহায্য পাবেন।

Post a Comment

0 Comments